মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯, ০৯:২১ পূর্বাহ্ন
খবরের আলো :
বেনাপোল(যশোর)প্রতিনিধি:যশোরের বেনাপোল বিজিবি অভিযান চালিয়ে ৫৫১ বোতল ভারতীয় হারবাল ওষুধ আটক করেছে। শনিবার (৩০ই নভেম্বর) দুপুর ২ টার দিকে বেনাপোল আন্তজার্তিকচেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে এ বিপুল পরিমানের ওষুধ আটক করা হয়।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েক আব্দুল আলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক পাসপোর্ট যাত্রীর ব্যাগ থেকে এসব ভারীয় ওষুধ জব্দ করা হয়। তবে যাত্রীর কাছ থেকে ওষুধগুলো নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত ওষুধ বেনাপোল কাস্টমস হাউজের নিলাম শাখায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।