ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এবং লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় ব্যাচের কৃতী ছাত্র এডভোকেট গোলাম মোস্তফা খানের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতরাত ১২টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ এই নারী ছিলেন একজন ধর্মপরায়ণ ও মানবিক গুণে গুণান্বিতা মা, যার আদর্শে বেড়ে উঠেছে তার সন্তানেরা। তাঁর মৃত্যুতে আইনজীবী সমাজসহ নিকটাত্মীয় ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার জানাজা আজ বাদ জোহর অনুষ্ঠিত হবে।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।





