সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সম্ভাব্য অস্ত্রের মহড়ার খবর পেয়ে শনিবার (০৪ অক্টোবর ২০২৫) রাতে দ্রুত অভিযান পরিচালনা করে জামগড়া আর্মি ক্যাম্পের সেনা টহল দল। অভিযানে স্থানীয় একটি গোডাউন থেকে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয় এবং একজন ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আজাদ (৩৭), পিতা ইউনুচ, গ্রাম পশ্চিম সোনাদিয়া, থানা কোম্পানির হাট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রটি স্থানীয়ভাবে তৈরি।
অভিযান শেষে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে স্থানীয় সূত্র জানায়, সেনা সদস্যদের উপস্থিতিতে এলাকায় আতঙ্কের পরিবর্তে স্বস্তির পরিবেশ ফিরে এসেছে। বর্তমানে পুরো এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জামগড়া ও আশপাশের এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।





