বেসরকারি পাঠাগার ঘিরে গত ১৫ বছরে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বলেন, বাস্তবে লাইব্রেরি না থাকলে প্রতি বছর লাখ লাখ টাকা লুটপাট করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় জাদুঘরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে প্রেস কনফারেন্সে এ কথা বলেন তিনি।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, তদন্ত শেষ হলে বেসরকারি গ্রন্থাগারের নামে লুটপাট করার অর্থের তথ্য প্রকাশ করা হবে।দেশে এখন সচল পাঠাগার আছে প্রায় ৬শ’। আগামী অর্থবছরের আগেই সঠিক পাঠাগারের তালিকা প্রকাশ করা হবে। পাবলিক লাইব্রেরি নিয়ে আগের কোনো সরকার গভীর মনোযোগ দেয়নি।
ই-বুক ও ই-লাইব্রেরির জন্য কাজ চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, ই-লাইব্রেরি হলে জ্ঞান ভাগাভাগি করাটা সহজ হয়। সারাদেশে বর্তমানে ৭১টি পাবলিক গ্রন্থাগার রয়েছে ধারাবাহিকভাবে সবগুলো শীতাতপ নিয়ন্ত্রিত করা হবে।