৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে হামলা, গুলিবিদ্ধ ৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে বাপ-ছেলেসহ ৪ জন আহত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বড়িকান্দি এলাকায় ৪ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন, খলিল মিয়া (৫৫) নবীনগর উপজেলার বড়িকান্দি পশ্চিমপাড়া গ্রামের হিরু মিয়ার ছেলে, অলিল মিয়ার ছেলে মো. হাসিব (২০), অলি মিয়া ও হাসিনা আক্তার এর ছেলে নাফিছ (১৮)।

জানা যায়, নবীনগর উপজেলার বড়িকান্দি এলাকায় খলিল মিয়ার ভাতিজার বিয়ের সময় চোর মটর চুরি করতে এসে ধরা পড়ে। ইয়াবা সেবনের জন্য চুরি করেছে বলে স্বীকারোক্তি দেয়। এ ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে হৃদয় ও তার সঙ্গীরা মনেক মিয়া ও তার পরিবারসহ অলি মিয়া ও তার পরিবারের ওপর হামলা চালায়। ককটেল, পিস্তল ও বন্দুক নিয়ে হামলায় খলিল মিয়া, অলিল মিয়া, হাসিব, হাসিনা আক্তার এবং নাফিছ গুরুতর আহত হন। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি দেশীয় কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে নবীনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন