৫ই ফেব্রুয়ারি, ২০২৫

শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা

শেখ ইস্তিয়াক মাহমুদ শাওন, সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি :

রবিবার ৬ই সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপা মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়।

সভায় পুলিশ সুপার মহোদয় শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে অত্র জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা নিয়ে বলেন নাশকতামূলক কোন কার্যক্রম, গুজব প্রতিরোধ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন এবং সার্বিকভাবে কোন জায়গায় কোন অপ্রীতিকর ঘটনা যারা ঘটাবে তাঁদের কে আইনের আওতায় আনা হবে এবং কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি জানান

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলা ও উপজেলা পর্যায়ে পূজা কমিটির নেতৃবৃন্দ, সুধীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

মন্তব্য করুন