৫ই ফেব্রুয়ারি, ২০২৫

সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে পালিত হচ্ছে: বিজিবি ডিজি

স্টাফ রিপোর্টার:

অন্তর্বর্তীকালীন সরকার ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালিত হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি। এসময় মন্দির প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বিজিবি মহাপরিচালক।

 

এবার দেশে পূজা উপলক্ষে সর্বাত্মকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি।

 

এসময় মন্দির পরিদর্শনসহ সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন বিজিবি মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী।

মন্তব্য করুন