ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ওয়ানডের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা। এই দলে গত নিউজিল্যান্ড সফরের দল থেকে কেবল একটি পরিবর্তন এনেছে তারা। পেস বোলিং অলরাউন্ডার চামিন্দু উইক্রামাসিংহে বাদ পড়েছেন। কিউই সিরিজে ১৭জন ছিল।
শ্রীলংকা নিউজিল্যান্ডে সবশেষ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে তারা হয় হোয়াইটওয়াশ।
যদিও এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা পায়নি শ্রীলংকা। তাই সিরিজটি তাদের জন্য হয়তো তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে আসছে বৈশ্বিক টুর্নামেন্টটির আগে নিজেদের ঝালিয়ে নিতে এই দুই ম্যাচ অস্ট্রেলিয়ার জন্য বড় মঞ্চ।
অস্ট্রেলিয়া ও শ্রীলংকার প্রথম ওয়ানডে আগামী বুধবার মাঠে গড়াবে। দ্বিতীয় ম্যাচ হবে শুক্রবার। দুটি ম্যাচই হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।
শ্রীলংকা ওয়ানডে দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), নিশান মাদুশকা, নুয়ানিদু ফার্নান্দো, আভিশকা ফার্নান্দো, কুসাল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, ইশান মালিঙ্গা, মোহাম্মদ শিরাজ, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে। দুনিথ ওয়েলালাগে।