তুষার আহমেদ, মহাম্মদপুর, মাগুরা (প্রতিনিধি) :
মাগুরার মহাম্মদপুর উপজেলার বসুর ধুলজুরি গ্রামের আনসার ভিডিপি এর ক্লাব ঘরটিতে এখন জামাতের কার্যালয়।
আজ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় আনসার ভিডিপি এর ক্লাব ঘরটির সামনে জামাতে ইসলামীর একটি সাইনবোর্ড লাগিয়ে এই ঘরটি কার্যালয় হিসেবে ব্যবহার করছেন। স্থানীয় জামাতের নেতা মোঃ মতিয়ার রহমানকে ফোন করে জিজ্ঞেস করলে তিনি বলেন ভিডিপি অফিসের ঝর্ণার কাছ থেকে ঘরটি ভাড়া নিয়ে জামাতে ইসলামী এর ওয়ার্ড কার্যালয়টি করা হয়েছে। ভাড়া নিয়েছেন তার কি কোন কাগজপত্র আছে কিনা জিজ্ঞেস করলে তিনি জানান কোন ডিড ডকুমেন্ট এখনো হয়নি।
মোহাম্মদপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মর্জিনা বেগমের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আনসার ভিডিপির ক্লাব ঘরটি ভাড়া দেওয়ার সরকারি অনুমতি আছে, উক্ত ঘরের ভাড়ার টাকা সরকারি আনসার ভিডিপি উন্নয়ন তহবিলে জমা রাখতে হবে। তবে ওই ঘরটি এখন পর্যন্ত কাউকেই ভাড়া দেওয়া হয়নি। উক্ত ঘরে জামাতে ইসলামি কার্যালয় হয়েছে, তাহলে কার্যালয়টি কি তারা জবর দখল করে করেছেন? এই সম্পর্কে জানতে চাইলে, তিনি বলেন এই মর্মে আমার কিছু জানা নেই আমি জেনে আপনাদেরকে জানাবো, তবে আমরা কাউকে ঘরটি ভাড়া দেয়নি এ বিষয়ে আমি নিশ্চয়তা দিচ্ছি।
মহাম্মদপুর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক প্রতাপ কুমার এর কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনিও একই কথা বলেন আমারা ঘরটি ভাড়া দেইনি।
উক্ত ভিডিপি ইউনিয়ন ক্লাব ঘরটির সভাপতি মোঃ মফিজুর রহমান এর সঙ্গে কথা বললে তিনি বলেন ঘরটি ভাড়ার বিষয়ে আমার সঙ্গে কোন কথা হয়নি আমার সেক্রেটারি ও কিছু জানেনা। হঠাৎ করে দেখছি এখানে জামাতে ইসলামের কার্যালয় করা হয়েছে এ নিয়ে আমার মনেও নানান রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। স্থানীয় লোকজন আমার কাছে জিজ্ঞেস করলে আমি তাদেরকে কোন উত্তর দিতে পারছি না।