৩রা ফেব্রুয়ারি, ২০২৫

আরও চার জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা বিএনপির

এবার কুড়িগ্রাম, মাগুরা, নোয়খালী ও কুমিল্লা জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। আজ রোববার (২ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে, একই দিনে নাটোর, বান্দরবান, দক্ষিণ চট্টগ্রাম, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ নিয়ে একদিনে ১১ সাংগঠনিক জেলা নতুন কমিটি পেল। এছাড়া পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে মেহেরপুরে।

কুড়িগ্রাম: আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ।

মাগুরা: আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খাঁন।

নোয়াখালী: আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ।

কুমিল্লা: আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

মন্তব্য করুন