শেখ ইস্তিয়াক মাহমুদ শাওন, সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান এর তত্ত্বাবধানে আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলায় গ্রেফতার এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অদ্য ০৩/১০/২০২৪ তারিখে তিন জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো আশাশুনি থানার মামলা নং-২০, জিআর-১৬২, তারিখ-২২/০৭/২০২৪ খ্রি. ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৫৩/৩০৭ পেনাল কোড-১৮৬০; তৎসহ ১৯৭৪ শালের বিশেষ ক্ষমতা আইনের ধারা:২৪(২) মোতাবেক সন্ধিগ্ধ আসামী-১। মোঃ শওকত সরদার (৪২), পিতা-মৃত শহর আলী সরদার, ২। মোঃ হুমায়ুন কবির রাসেল (৩৪), পিতা-মোঃ আব্দুল আজিজ, ৩। মোঃ মুরশিদ আলম (৩৫), পিতা-মৃত আবুল হোসেন ঢালী, সর্ব সাং-আশাশুনি, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাদেরকে আশাশুনি থানা এলাকা হতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।