রাজধানীর উত্তরা এলাকায় এক দম্পতিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় উত্তরা পশ্চিম থানা পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন রবি রায় (২২) ও মোঃ মোবারক হোসেন (২৫)।
গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯:৩০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের বাসা নং-১০ এর সামনে থেকে জনগণের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানা পুলিশের সূত্রে জানা যায়, গতকাল রাত ৯:১৫ মিনিটের দিকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছিল। খবর পেয়ে পুলিশের একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণের সহায়তায় দুই সন্ত্রাসীকে আটক করে। তবে, অন্যান্য আসামিরা পালিয়ে যায়। আহত দম্পতিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ভিকটিম নাসরিন আক্তার ইপ্তি বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় যখন ভিকটিম দম্পতি কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে একটি মোটরসাইকেল রিকশাকে ধাক্কা দেয় এবং বাকবিতণ্ডা শুরু হয়। দম্পতি সন্ত্রাসীদের ঝামেলা করতে নিষেধ করলে তারা মারপিট শুরু করে। পরবর্তীতে আরও কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে এসে মেহেবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে কুপিয়ে আহত করে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই অপরাধীকে গ্রেফতার করে এবং আদালতে প্রেরণ করেছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।