২১শে ফেব্রুয়ারি, ২০২৫

এটিএম আজহারের মুক্তির দাবিতে নীলফামারীতে স্মরণকালের বিশাল মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নীলফামারীতে স্মরণকালের বৃহৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই মিছিলে আনুমানিক লক্ষাধিক মানুষ অংশ নেয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় শহরের বড়বাজার মসজিদের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে প্রায় আধা ঘণ্টা সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বলেন, কেন্দ্রীয় শুরা সদস্য, রংপুর অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর আব্দুর রশিদ। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বলেন, জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম।
এছাড়াও বক্তব্য বলেন, সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমসহ অন্যান্য উপজেলা আমীরগণ। উপস্থিত ছিলেন জেলা এবং ৫ টি উপজেলা ও ৩ টি পৌর কমিটির সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা মিথ্যে মামলায় কারাবন্দী জামায়াত নেতা মাওলানা আবু তাহের মুহাম্মদ আজহারুল ইসলামের অবিলম্বে :শর্তহীন মুক্তি এবং সকল মামলা প্রত্যাহারের দাবি জানান। নয়তো অচিরেই এ দাবি আদায়ে বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দেন।
খবরের আলো/শাহজাহান আলী মনন

মন্তব্য করুন