৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ১৩ শান্তিরক্ষী নিহত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বিদ্রোহী এম২৩ গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন দক্ষিণ আফ্রিকার, তিনজন মালাউইয়ের এবং একজন উরুগুয়ের নাগরিক। রোববার (২৬ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ডিআর কঙ্গোর গোমা শহরে বিদ্রোহীদের আক্রমণ প্রতিহত করতে গিয়েই এ হতাহতের ঘটনা ঘটে।

জাতিসংঘ ইতোমধ্যে গোমা থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিচ্ছে। এদিকে এম২৩ গোষ্ঠী কঙ্গোলিজ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে, যাতে রক্তপাত এড়ানো যায়।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সহিংসতা বন্ধে কঙ্গো এবং রুয়ান্ডার নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কাজা ক্যালাসও এম২৩ গোষ্ঠীর কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে রুয়ান্ডার বিদ্রোহীদের প্রতি সমর্থনের নিন্দা করেছেন।

২০২১ সাল থেকে খনিজসমৃদ্ধ পূর্ব ডিআর কঙ্গোর বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে এম২৩ গোষ্ঠী। তাদের বিদ্রোহের ফলে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ডিআর কঙ্গো ও জাতিসংঘ বরাবরই অভিযোগ করে আসছে যে এম২৩ রুয়ান্ডা সমর্থিত। যদিও রুয়ান্ডা সরকার এ অভিযোগ অস্বীকার বা স্বীকার কোনোটিই করেনি।

মন্তব্য করুন