৮ই সেপ্টেম্বর, ২০২৫

কালশী ১৬ বিঘা খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রাজধানীর মিরপুর কালশী ১৬ বিঘা খেলার মাঠ দখলমুক্ত ও খেলা উপযোগী করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের মাঠি ও মানুষের প্রিয় নেতা কর্নেল মো. আব্দুল বাতেন (অব.)। মানববন্ধন শেষে মাঠ পরিদর্শনকালে উৎসুক জনতা নীরব হয়ে তার বক্তব্য মনোযোগসহ শোনেন। তিনি মাঠ দখলমুক্ত করে খেলার উপযুক্ত করার জন্য অনুদান ঘোষণা করেন এবং জানান, আগামীকাল থেকেই মাঠে খেলা উপযোগী করার কাজ শুরু হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পল্লবী মধ্য থানা আমীর জনাব মোন রইসুল ইসলাম পবন, পল্লবী উত্তর থানা সেক্রেটারি মুহাম্মাদ মহিউদ্দিন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জি. মোজাম্মেল হোসেন, কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হোসেন মিলন, এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এই মাঠ দখলমুক্ত করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

মানববন্ধন সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনা করেন উন্নত পল্লবীর সভাপতি ও যুব নেতা জনাব নাসির উদ্দিন সজন।

মন্তব্য করুন