নিজস্ব প্রতিবেদক::
দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লি: এর বাণিজ্যিক খামারে সুগারক্যান প্লান্ট পরিদর্শন করলেন এমডি মোঃ রাব্বিক হাসান এফসিএমএ।
আজ ১৪ অক্টোবর সোমবার কেরু এ্যাণ্ড কোম্পানি (বাংলাদেশ)লি. এর আড়িয়া কৃষি খামারে সুগারক্যান প্লান্টারে সরেজমিনে পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন মিলের সূযোগ্য ব্যবস্থাপনা পরিচালক মো.রাব্বিক হাসান এফসিএমএ।
সুগার ক্যান প্লান্টার পরিদর্শনকালে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া ও খামার ইনচার্জ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় আখচাষীরা উপস্থিত ছিলেন।