নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে বেশি সময় নষ্ট করা ঠিক হবে না বলেও মন্তব্য করেছেন যুবদল নেতা নয়ন। ১৭ নভেম্বর রবিবার বিকেলে রাজধানীর সবুজবাগ থানা যুবদলের ৪ নংওয়ার্ড কমিটির কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিউল ইসলাম নয়ন এ সময় আরও বলেন, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছে, তারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। এ জন্য প্রয়োজনীয় যে সংস্কার দরকার তা তারা করবে। কিন্তু এটা যদি বারবার প্রলম্বিত হয়, কালক্ষেপণ হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে আবার প্রশ্ন দেখা দেবে। স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে এক মাস, দুই মাস নয়, টানা ১৬ বছর দেশের মানুষ লড়াই-সংগ্রাম করেছে। রক্ত ও জীবন দিয়েছে। মানুষ যে আত্মত্যাগ করেছে, সে জন্য জনগণের ক্ষমতা জনগণের হাতে অতিদ্রুত ফিরিয়ে দেওয়াটাই হবে সময়ের সঠিক পদক্ষেপ।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর অধিনস্থ সবুজবাগ থানা যুবদলের ৪ নং ওয়ার্ড এর কর্মিসভা আজ ১৭ নভেম্বর দুপুর ৩ টায় বাসাবো বালুরমাঠে অনুষ্ঠিত হয়।
সবুজবাগ থানার ৪ নং ওয়ার্ড যুবদলের এর সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর আহবায়ক খন্দকার এনামুল হক এনাম।
এ কর্মীসভায় প্রধান বক্তার বক্তৃতা করেন মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
কর্মীসভায় সবুজবাগ থানা যুবদল ও ওয়ার্ড যুবদলের অসংখ্য নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন। কর্মী সভার পূর্বে স্থানীয় যুবদল নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান দিয়ে কর্মীসভায় সমবেত হন।