৩রা ফেব্রুয়ারি, ২০২৫

টুঙ্গিপাড়া থানা রাতভর সাঁজোয়া যান দিয়ে ঘিরে রাখলো সেনাবাহিনী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা দিতে সাঁজোয়া যান নিয়ে সারারাত থানা ঘিরে রাখে সেনাবাহিনী। এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। সম্ভাব্য গ্রেফতারের ভয়ে এলাকার পুরুষ সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হামলায় টুঙ্গিপাড়া থানার ৫ পুলিশ সদস্য আহত হওয়ার হওয়ার পর থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে।এ ঘটনায় ১৭৫ জনের নাম উল্লেখ এবং ৩০০ জনকে অজ্ঞাত উল্লেখ করে থানায় মামলা হয়েছে।

রোববার সন্ধ্যা সাতটার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধির কাছেই খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের লিফলেট বিতরণ নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারী সবাই স্থানীয় আওয়ামী লীগ সমর্থক বলে জানা গেছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় ১৭৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

মন্তব্য করুন