৫ই ফেব্রুয়ারি, ২০২৫

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। চলতি বছর মশাবাহিত রোগটিতে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এ বছর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬০ জন। তাদের নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন ভর্তি আছেন ৩ হাজার ১৭৪ ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ৬৩৩ জন। বাকি ১ হাজার ৫৪১ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

মন্তব্য করুন