মুখোমুখি দুই দলের অবস্থাই একই। চলতি বিপিএলে সিলেট স্ট্রাইকার্স তিন ম্যাচ খেলে জেতেনি একটিও। ঢাকা ক্যাপিটালসের আরও বেহাল দশা। পাঁচ ম্যাচে হার সবকটিতেই। সেই হারের কষ্ট আরও বাড়ল ঢাকার। সিলেটের কাছেও হেরেছে দলটি। ষষ্ঠ হারের কষ্টে পয়েন্ট টেবিলের তলানিতেই রইল ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে ৩ উইকেটে জিতেছে সিলেট। ১৯৪ রানের বড় সংগ্রহ তাড়ায় নেমে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
টসে জিতে আগে ব্যাট করা ঢাকা বড় সংগ্রহ পায় লিটন দাস রানে ফেরায়। ৪৩ বলে ৭৩ রান করেন তিনি। রান পান মুনিম শাহরিয়ারও। তবে ইনিংসটি ছিল না টি২০ সুলভ। পরে সাব্বির রহমান (১০ বলে ২৩) আর থিসারা পেরেরার (৯ বলে ১৮) ঝোড়ো ক্যামিওতে ৬ উইকেটে ১৯৩ রানের পুঁজি পায় ঢাকা। সিলেটের হয়ে ৩ উইকেট নেন রাহকিম কর্নওয়াল।
সেই রান তাড়ায় নেমে প্রথম বলেই কর্নওয়ালকে হারালেও জাকির হাসানের ২৭ বলে ৫৮ রানের বিস্ফোরক ইনিংসে জয়ের পথেই হাঁটে। রনি তালুকদারের ৩০, জাকের আলীর ২৪ আর শেষে অধিনায়ক আরিফুল হকের ১৫ বলের ২৮ রানের ইনিংসে আসরের প্রথম জয় নিয়েই মাঠ ছাড়ে সিলেট।