৫ই ফেব্রুয়ারি, ২০২৫

দক্ষিণ কোরিয়াকে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে অভিহিত উত্তর কোরিয়ার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক:

 

দক্ষিণ কোরিয়াকে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে, পিয়ংইয়ংয়ের (উত্তর কোরিয়ার রাজধানী) সাম্প্রতিক সাংবিধানিক সংশোধনীগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি দক্ষিণ কোরিয়াকে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে অভিহিত করা।

 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সংবিধানে দক্ষিণ কোরিয়াকে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে অভিহিত করা হয়েছে।

 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র রডং সিনমুন এই সাংবিধানিক পরিবর্তনকে “অনিবার্য এবং বৈধ ব্যবস্থা” হিসাবে বর্ণনা করেছে।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার সাথে সংযোগকারী রাস্তা এবং রেলপথ উড়িয়ে দিয়েছে। উত্তর কোরিয়ার এই পদক্ষেপ দুই দেশকে সম্পূর্ণরূপে পৃথক করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

 

মন্তব্য করুন