অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : ‘‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’’ এই শ্লোগানকে সামনে রেখে আজ রোববার (৯ ফেব্রুয়ারি) দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর আয়োজনে দু’দিন ব্যাপী বার্ষিক আন্তঃশ্রেণি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
সকাল সাড়ে ৮ টায় সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ ব্রাদার কাজল নিলুস কস্তা সিএসসি’র সভাপতিত্বে বার্ষিক আন্তঃশ্রেণি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. শেখ সাদেক আলী বলেন, আমাদের এমন কিছু করতে হবে, যা শিশুদের উন্নত জীবন গঠনের সহায়ক হয়। প্রত্যেকটি শিশুর জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করা। নিজেদের ভাবনা শিশুদের ওপরে চাপিয়ে দিলে হবেনা। পড়ালেখার পাশাপাশি শিশুরা কোন্ বিষয়ে আগ্রহী, তা আমাদের লক্ষ্য করতে হবে। তাদের পছন্দের জায়গা খুঁজতে হবে এবং সে বিষয়ে শিশু যেন আরও আগ্রহী হয়, তার অনুপ্রেরণা দিতে হবে। শিশুরা একই রকম কাজ বারবার না করে নতুন নতুন কাজ করতে চায়, নতুন নতুন জিনিস বানাতে চায়। তাদের এ ধরনের কাজে বাধা না দিয়ে আরো উৎসাহ দেওয়া উচিত। এতে করে তারা আরো সৃজনশীল হয়ে উঠবে। তাই শিশুকে তার সম্ভাবনার সর্বোচ্চ বিকাশে সহায়তা করতে, তার আত্মবিশ্বাস বাড়াতে তাকে নানা ধরনের সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মেলা কমিটির আহবায়ক মো. মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার বিকাশ বার্নাড কস্তা সিএসসি, সহকারী প্রধান শিক্ষক সি. সন্ধ্যা হেলেন পিউরীফিকেশন, প্রাথমিক শাখার ইনচার্জ সি. স্মৃতি বাস্কে প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক অমল রোজারীও এবং সুশিলা টুডু। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর আয়োজনে দু’দিন ব্যাপী বার্ষিক আন্তঃশ্রেণি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধনের পর খুদে বিজ্ঞানীদের আবিষ্কৃত বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন অতিথিবৃন্দ। নিজেদের আবিষ্কৃত বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করতে পেরে খুশি সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর খুদে বিজ্ঞানীরা। বার্ষিক আন্তঃশ্রেণি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সেন্ট ফিলিপস্ হাই স্কুল-কলেজের শিক্ষার্থীরা।