নিজস্বী তুলতে চেয়েছিলেন ভক্ত। বিনিময়ে প্রিয় গায়ক বিলোচ্ছিলেন চুম্বন! তবে তা মহিলা ভক্তদের গালেই পড়ছিল এসে। হঠাৎই কী যে ঘটে গেল, এক মহিলা ভক্তের ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরলেন উদিত নারায়ণ। সমস্বরে উল্লাস উঠল দর্শকদের মধ্যে। কিন্তু ঠোঁটে ঠোঁট পড়ল যে তরুণীর, তিনি খানিক হতচকিত হয়ে গেলেন।
এমনই এক ভিডিয়ো গত দু’দিন ধরে ঘুরে বেড়াচ্ছে সমাজমাধ্যমে। কোনও এক অনুষ্ঠানে উদিত নারায়ণ গাইছিলেন ‘টিপ টিপ বরসা পানি’। তখনই এই ঘটনা। কিন্তু এই অনুষ্ঠান ঠিক কবেকার, ঘটনাটি কোথায় ঘটেছে, তা জানা যায়নি।
তবে ভাইরাল ভিডিয়োয় প্রশ্ন উঠেছে গায়কের উদ্দেশ্য নিয়ে। সমাজমধ্যমে এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটাগরিকদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এক ব্যক্তি দাবি করেছেন, “উদিতজি? এটা সত্যি? আমি ঠিক দেখছি? বিশ্বাস করতে পারছি না।” গায়কের এক অনুরাগী লিখেছেন, “দয়া করে বলুন এই ভিডিয়ো কৃত্রিম মেধার দ্বারা সৃষ্ট। এটি সত্যি হতে পারে না। আমি বিশ্বাস করতে পারছি না।” কিন্তু আপাত ভাবে দেখে মনে হচ্ছে ভিডিয়োটি সত্যিই কোনও অনুষ্ঠানের।
ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চের উপর গান গাইছেন উদিত। নীচে অনুরাগীদের মধ্যে কোনও এক জন প্রথম বার তাঁর কাছে নিজস্বীর আবদার জানালেন। সে আবদার রাখতে মঞ্চে হাঁটু মুড়ে বসলেন গায়ক। তুললেন নিজস্বী। তার পর মহিলা ভক্তের গালে এঁকে দিলেন ভালবাসার চিহ্ন। এ ভাবে অনেকেই ছবি তুললেন, কিন্তু চুম্বন পেলেন জনা তিনেক মহিলা ভক্ত। একেবারে শেষে উদিত মঞ্চের অন্য প্রান্তে হেঁটে এলেন। নিরাপত্তারক্ষীকে ইশারায় বললেন আর এক তরুণীকে কাছে আসতে দিতে। সেই তরুণী মঞ্চের নীচে মোবাইল নিয়ে উপস্থিত হতেই উদিত তাঁর ঘাড় জড়িয়ে ধরে ছবি তুললেন। তার পর ওই তরুণীই চুম্বন করলেন উদিতের গালে। ঠিক তখনই উদিত গুঁজে দেন তাঁর ঠোঁট তরুণীর ঠোঁটে। তরুণী অবাক হয়ে চিৎকার করে ওঠেন। এখানেই শেষ হয়ে যায় ভিডিয়ো। ফলে তরুণীর শেষ অভিব্যক্তি আবেগের ছিল না বিরক্তির— তা নেটাগরিকেরা ঠিক বুঝে উঠতে পারেননি। তবে ঘটনার সমালোচনা করেছেন সকলেই। এক নেটাগরিক লিখেছেন, “প্রথম থেকেই উদিত নারায়ণ মেয়েটির গলা ধরেছিলেন, যাতে সে মুখ ফেরাতে না পারে।”
তবে গোটা ঘটনায় উদিতের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি এখনও। প্রায় তিন দশকের সঙ্গীতজীবন উদিত নারায়ণের। বলিউডে ‘কয়ামত সে কয়ামত তক’ থেকে শুরু করে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ পর্যন্ত অজস্র ছবিতে কালজয়ী গানের নেপথ্যে তিনি। শুধু হিন্দি নয় উদিত গান গেয়েছেন, বাংলা, অসমিয়া, তামিল, তেলুগু, কন্নড়, নেপালি, ভোজপুরি, ওড়িয়া, সিন্ধি-সহ নানা ভাষায়। জিতেছেন বহু পুরস্কার।