৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫

পদ্মায় নিখোজের পাঁচদিন পর লাশ উদ্ধার

ষ্টাফ রিপোটারঃ জিবন আহমেদ ফারুক – মানিকগঞ্জ
শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের সাবেক মেম্বার বারেক (৬০) পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোজ হোন,
নিখোঁজের পাঁচদিন পর লাশ উদ্ধার হয়েছে। শনিবার পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার পদ্মা নদীর কালিতলা ঘাটে তার লাশ পাওয়া যায়। তিনি শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সাবেক মেম্বার ও কোকরন্ড গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বাকের পিয়াদা গত ৭ জানুয়ারি সন্ধ্যায় দেবীনগর ঘাট থেকে নিজ নৌকা নিয়ে মাছ ধরতে পদ্মায় যায়। রাতে বাড়ি না ফেরায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। নৌ-পুলিশে খবর দেয়া হয়। ঘটনা স্থলের কাছাকাছি নৌকা পাওয়া গেলেও তার কোনো হদিস মেলেনি। মোবাইল ফোন বন্ধ থাকে। ঘটনার পাঁচদিন পর প্রায় ১৫ কিলোমিটার দূরে কালিতলা নামক স্থানে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আরএম আল-মামুন জানান, নিখোঁজের বিষয়ে থানায় অবহিত করার পর নৌ পুলিশ অনুসন্ধ্যান চালায়। ঘটনার পাঁচদিন পর উদ্ধার হওয়া লাশের ময়না তদন্ত ও মামলা সংক্রান্ত বিষয়ে ফরিদপুর জোন নৌ পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য করুন