যাত্রাবাড়ীতে পরকীয়ার জেরে পুলিশ সদস্য মোঃ হুমায়ুন কবির (৪৪) হত্যার ঘটনায় তার স্ত্রী মোসাঃ সালমা বেগমসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানা।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সালমা বেগম (৩২), মরিয়ম বেগম ওরফে মলি (৩৮), ফজলে রাব্বি ওরফে শুভ (২৩), পলি বেগম (৩৫), মোঃ কায়েচ হাওলাদার (৩৪) এবং এক অপ্রাপ্তবয়স্ক কিশোর।
পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল দয়াগঞ্জ বটতলা এলাকায় এক বাসার সামনে থেকে হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ভাই খোকন হাওলাদার পরদিন যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, নিহতের স্ত্রী সালমা বেগমের সঙ্গে মোঃ রাজিব হোসেন নামের এক আত্মীয়ের অনৈতিক সম্পর্ক ছিল, যা নিয়ে পারিবারিক বিবাদও হয়।
তদন্তে উঠে আসে, হত্যার আগের রাতে (২৭ এপ্রিল) সালমা বেগম ঘুমের ওষুধ মিশিয়ে খাবার দিয়ে স্বামীকে অচেতন করেন। এরপর গ্রেফতারকৃতরা মিলে গামছা ও রশি ব্যবহার করে শ্বাসরোধে তাকে হত্যা করে। পরে মরদেহ গেটের পাশে ফেলে রাখা হয়।
৩০ এপ্রিল রাতে যাত্রাবাড়ী ও বরিশালে ধারাবাহিক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। সালমা ও মরিয়ম ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যে নিহতের দুটি মোবাইল ফোন শুভর কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
পলাতক রাজিবসহ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।