৮ই সেপ্টেম্বর, ২০২৫
Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

পল্লবীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীর পল্লবীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হকের প্রধান অতিথিত্বে।

সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মজিবর হক। স্থানীয় ভোলা ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা এতে অংশ নেন।

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ব্যবসায়ীদের সমস্যা ও স্থানীয় উন্নয়ন ইস্যুতে মতামত তুলে ধরেন।

প্রধান অতিথি আমিনুল হক বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সংগঠিত করে আন্দোলনের মাধ্যমে পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ জাহাঙ্গীর কবির জন, মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, মোঃ রানা, মোঃ নবী হোসেন নবী, মোঃ দুলাল, মোঃ নিজাম, আব্দুল আল মামুন, মোঃ সালাউদ্দিন খান।

মন্তব্য করুন