চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। এবার তারা ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করছে। অথচ নিজেদের দলকেই সেমিফাইনালে দেখছেন না পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমল।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে কামরান বলেন, পাকিস্তানের দলটা এমন, চললে চাঁদে পৌঁছে যাবে। না চললে দৌড় সন্ধ্যা পর্যন্ত। আমাদের দলে বিস্তর ফাঁক-ফোকর রয়েছে। বোলিং বিভাগে অনেক সমস্যা রয়েছে। দলে স্পিনার নেই বললেই চলে। ওপেনাররা ফর্মে নেই। আমি জানি না এমন দল বাছার পিছনে অধিনায়ক ও নির্বাচকদের কী ভাবনা ছিল?
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান যে দল ঘোষণা করেছে সেটা পছন্দ হয়নি আকমলের। তিনি বলেছেন, আমাদের চেয়ারম্যানও এমন একটি দলকেই অনুমোদন দিয়ে দিল! দেখা যাক কেমন খেলে। অন্যান্য দলগুলোকে অনেক ভারসাম্যপূর্ণ দেখাচ্ছে।
সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকা চার দল নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন আকমল। তিনি মনে করেন ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলবে। চার দলের মধ্যে অস্ট্রেলিয়াকে না রাখারও কারণ ব্যাখ্যা করেছেন আকমল।
তিনি বলেছেন, আমাদের পাকিস্তানের আরও ভালো দল বেছে নেওয়া উচিত ছিল। আমার মনে হয় ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠবে। অস্ট্রেলিয়াকে হিসাবে রাখা মুশকিল। কেননা চোটের জন্য ওদের সেরা ৫ জন ক্রিকেটার নেই।