৫ই ফেব্রুয়ারি, ২০২৫

পাঠ্যবইয়ে নিজের গল্প নিয়ে যা বললেন নিগার

বাংলাদেশ নারী জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মেয়েদের ক্রিকেটে সবচেয়ে বড় তারকা। দলের সেরা ব্যাটারও তিনি। নিগারের গল্প পাঠ্যবইয়ে জায়গা করে নিয়েছে। এই অর্জনে পরিবারের কথা ভেবে বেশি ভালো লাগছে তার।

সম্প্রতি প্রকাশিত সপ্তম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে স্থান পেয়েছেন নিগার। পাঠ্যবইয়ে তুলে ধরা হয়েছে নিগারের ক্রিকেট যাত্রার গল্প। বলার অপেক্ষা রাখে না, নিগারের এই অন্তর্ভুক্তি আরও বেশি মেয়েদের ক্রিকেটের আসার ব্যাপারে আগ্রহী করে তুলবে। স্বাভাবিকভাবে বিষয়টি তাই আনন্দ দিচ্ছে তার পরিবারের সদস্যদের।

ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে শনিবার (১১ জানুয়ারি) নিগারের সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গেই প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। হাসিমুখে তিনি বলেন, ‘গতকাল (শুক্রবার) আম্মু এই ব্যাপারে বলছিল। হয়ত আমার মা কোনো জায়গা থেকে এটা শুনেছে। অবশ্যই ভালো লাগার বিষয়। তবে এটা নিয়ে আমার চেয়ে মনে হয় আমার পরিবারই বেশি খুশি।’

দুই ফরম্যাটেই এখন বাংলাদেশের অধিনায়ক নিগার। দায়িত্ব পান ২০২১ সালে। এখন পর্যন্ত দারুণ কিছু সাফল্য পেয়েছেন নিগার। যার মধ্যে উল্লেখযোগ্য, ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয়।

এখন পর্যন্ত ৫০টি ওয়ানডে খেলেছেন নিগার। ২৪.৫৭ গড়ে তার নামের পাশে রয়েছে ৯৮৩ রান। ১০৬টি টি-টোয়েন্টিতে ২ হাজার ৬৬ রান করেছেন ২৪.৪৮ গড়ে।

মন্তব্য করুন