৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫

ফ্রিডম ইন্টারন্যাশনাল এর বিবৃতি: তাপসী তাবাসসুম উর্মি-কে হয়রানি না করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সহ পৃথিবীর ১৩০ টি দেশে কাজ করে থাকে আন্তর্জাতিক মাদক বিরোধী সংগঠন ফ্রিডম ইন্টারন্যাশনাল এন্টি অ্যালকোহল। পৃথিবীর একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক মাদক বিরোধী এই সংগঠনটির সেন্ট্রাল প্রেসিডেন্ট ড. মো: আনোয়ার হোসেন সাম্প্রতিক সময়ে তাদের সেন্ট্রাল ওয়েবসাইট ২ www.freedomintl.org হতে এক ভিডিও বার্তা প্রদান করেন।

ভিডিও বার্তায় তিনি আনোয়ার হোসেন উল্লেখ বলেন, মাদকাসক্তরা মাদক ক্রয়ের অর্থের জন্য প্রথমেই মা,বোন এবং বৌদের উপরে নির্যাতন করে থাকে। বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়ন নিয়ে আওয়াজ পরিলক্ষিত হলেও, তৃতীয় বিশ্বের কর্মজীবী নারীরা এখনো অনেকটা নিগৃহীত অবস্থায় রয়েছে।

এ সময় উদাহরণ হিসেবে তিনি বাংলাদেশের একজন কর্মজীবী নারী যার নাম তাপসী তাবাসসুম উর্মি-র বিষয়টি উল্লেখ করে বলেন, মাত্র কয়েকটি শব্দ ফেসবুকে পোস্ট করার দায়ে তার বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। এমনকি রাষ্ট্রদ্রোহিতার মামলা করার ও প্রচেষ্টা গ্রহণ করা হয়েছিল।

তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, এরকম একটা সাধারন মামলায় শুনানির দ্বিতীয় তারিখে তার বিরুদ্ধে চার্জ গঠনের তৎপরতা ও পরিলক্ষিত হয়েছে। তিনি আরো বলেন, যেখানে বাংলাদেশের মত দেশে একেকজন খুনি চার্জ গঠন তো দূরে কথা, দীর্ঘ ২০ বছর পর্যন্ত প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছেন। তিনি আরো উল্লেখ করেন, যেখানে বাংলাদেশে হাজারো মামলা বছর ব্যাপী অলস পড়ে রয়েছে, সেখানে এই ধরনের একটি সাধারন মামলায় দ্বিতীয় তারিখেই চার্জ গঠনের আলোচনা সন্দেহের উদ্বেগ করে। এমনকি দ্বিতীয় তারিখের পর মাত্র ছয় দিনের ব্যবধানে শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

এসময় তিনি এ মামলাটি বাংলাদেশের চলমান অন্যান্য মামলার ন্যায় স্বাভাবিক গতিতে চালাতে বাংলাদেশ সরকারের প্রতি উদার্ত আহ্বান জানান। সেই সঙ্গে নারীর ক্ষমতায়নে উৎসাহ প্রদান করতে তাপসী তাবাসসুম উর্মি-কে হয়রানি না করতে বাংলাদেশ সরকারকে উদার্ত আহ্বান করেন।

নারীর ক্ষমতায়ন হলে মাদকমুক্ত বিশ্ব গড়ার অন্তরায় দূর হবে বলেও জানান ড.মো.আনোয়ার হোসেন।

মন্তব্য করুন