৫ই ফেব্রুয়ারি, ২০২৫

বধূকে অপহরণ করে ধর্ষণ

এক বধূকে ধর্ষণের পর খুনের চেষ্টার অভিযোগ উঠল পশ্চিম বাংলার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকায়। ফাঁকা মাঠ থেকে আশঙ্কাজনক অবস্থায় ‘নির্যাতিতা’কে উদ্ধার করেন গ্রামবাসীরা। এখন বারুইপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বধূ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও আটক বা গ্রেফতারির কোনও খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে জয়নগর থানার একটি ফাঁকা মাঠ থেকে মহিলা কণ্ঠে আর্তনাদ শুনতে পান স্থানীয় কয়েক জন মানুষ। তাঁরা মাঠে গিয়ে কার্যত হতভম্ব হয়ে যান। দেখেন অসুস্থ অবস্থায় এক মহিলা পড়ে রয়েছেন। নাম-ধাম ঠিক মতো বলতে পারছেন না তিনি। সঙ্গে সঙ্গে থানায় খবর দেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে যায় জয়নগর থানার পুলিশ। মহিলাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে।

কিন্তু ‘নির্যাতিতা’র শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক ছিল। তাই উন্নততর চিকিৎসার জন্য তাঁকে বারুইপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা। এখন ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। পুলিশের একটি সূত্রের খবর, মহিলার পরনের পোশাকে রক্তের দাগ ছিল। মুখেও রক্তের ছাপ। গলায় একটি ওড়না জড়ানো ছিল। রবিবার সকালে ‘নির্যাতিতা’ এক যুবকের নাম করে জানিয়েছেন তাঁকে ধর্ষণ করে ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা হয়েছিল। তিনি আরও জানান, তাঁর বাড়ি মগরাহাট এলাকায়, তিনি বিবাহিতা। তাঁকে অপহরণ করে ওই স্থানে নিয়ে গিয়েছিলেন অভিযুক্ত। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

 

মন্তব্য করুন