৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫

বলদিয়াপুকুর আজাদ ক্লাব ও মোহনপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিকক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত মোহনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বলদিয়াপুকুর আজাদ ক্লাব ও মোহনপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে তিনদিন ব্যাপী বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মোহনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বলদিয়াপুকুর আজাদ ক্লাব ও মোহনপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অবসরপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলহাজ্ব ফসিউদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র প্রচার সম্পাদক মো. মোছাদ্দেক হোসেন চৌধূরী বাবু (বাবু চৌধূরী), সহ কোষাধ্যক্ষ মো. আরিফুর রহমান আরিফ, ৬নং আউলিয়াপুর ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি মো. মোকাদ্দেছুর রহমান তুহিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চেরাডাঙ্গী মেলা কমিটির সাবেক প্রেসিডেন্ট মো. ফজলুর রশিদ ফজলু, কৃষিবিদ মো. সোহেল রানা, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোত্তালেব হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আউলিয়াপুর ইউনিয়ন বিএনপি’র ৯নং ওয়ার্ডের সভাপতি মো. সাদেকুর রহমান ও মো. আনিছুর রহমান। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

মন্তব্য করুন