৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫

ভালো শুরুর পর ঢিমেতালে ব্যাটিং, তবু লড়াকু পুঁজি রাজশাহীর

দুর্বার রাজশাহীর শুরুটা হয়েছিল দুর্দান্ত। পাওয়ার প্লে’তেই ১ উইকেটে ৬০ রান স্কোরবোর্ডে জমা করেছিল দলটি। কিন্তু সে তুলনায় তাদের ইনিংসে শেষটা ছিল বেশ নড়বড়ে। শেষ পাঁচ ওভারে ২ উইকেটে মোটে ৩৫ রান তুলতে পেরেছে তারা। এতে ফরচুন বরিশালের বিপক্ষে ২০ ওভারে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৬৮ রান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মেরেকেটে খেলেন রাজশাহীর দুই ওপেনার। অতি আক্রমণাত্মক হয়ে খেলতে গিয়ে ১৬ বলে ২২ রান করে তানভির ইসলামের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ হারিস।

অপর ওপেনার জিসান আলম, তিনে নামা অধিনায়ক এনামুল হক বিজয় এবং চার নম্বরে ইয়াসির আলী রাব্বিরাও ভালো শুরু পান। এর মধ্যে সমান তিনটি করে চার-ছক্কায় ২৭ বলে ৩৮ রান করেন জিসান। এছাড়া অধিনায়ক বিজয়ের ব্যাটে আসে দলীয় সর্বোচ্চ ৩৯ রান, ২ চার ও ৩ ছক্কায় ৩৭ করেন রাব্বি।

তবে তাদের কেউই ইনিংস বড় করতে পারেননি। দলের বড় সংগ্রহ পাওয়ার ক্ষেত্রে যা ছিল বড় অন্তরায়। এদের মধ্যে বিজয় এবং রাব্বিকে সাজঘরের পথ চিনিয়েছেন বরিশালের পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। আর জিসানকে উইকেটের পেছনে প্রীতম কুমারের বানিয়ে ফিরিয়েছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার ফাহিম আশরাফ।

মন্তব্য করুন