তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন, মাগুরা কর্তৃক সদর উপজেলায় ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।
স্থান: নোমানী ময়দান, মাগুরা
তারিখ: ১৮-২২ জানুয়ারি ২০২৫
🕑 সময়: প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত
স্টলসমূহ:
দর্শনার্থী ও ক্রেতাদের জন্য প্রতিদিন স্টল উন্মুক্ত থাকবে।
সাংস্কৃতিক অনুষ্ঠান:
প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগের সুযোগ থাকবে।
উক্ত আয়োজনসমূহে আপনি সবান্ধব আমন্ত্রিত।
#তারুণ্যের_উৎসব
#মিডিয়া_সেল
#জেলা_প্রশাসকের_কার্যালয়_মাগুরা
বিভাগীয় কমিশনার খুলনা