২১শে ফেব্রুয়ারি, ২০২৫

মহম্মদপুরে এডব্লিউ সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এডব্লিউ সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসায় তিন দিনব্যাপী ক্রীড়া ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (তারিখ উল্লেখ করুন) বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মহম্মদপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নুর আহম্মেদ, পাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওলিয়ার রহমান খান, ও উপজেলা প্রেসক্লাব মহম্মদপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল পারভেজ।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শরিফ মোঃ আখতারুজ্জামান। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রভাষক মোঃ আবু নাঈম

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পারফরম্যান্স উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের আহ্বান জানান।

মন্তব্য করুন