৫ই ফেব্রুয়ারি, ২০২৫

মাগুরার মধুমতি নদীতে ঝামার নৌকা বাইচ দেখতে লাখো মানুষের ভিড়

শিউলি আফরোজ সাথী, মাগুরা :-

মাগুরায় নানা আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা কে কেন্দ্র করে মধুমতি নদীর দুই পাড়ে লাখো মানুষের ভিড়।

শত বছরের বার্ষিক এই নৌকা বাইচ প্রতিযোগিতা কে কেন্দ্র করে ঝামা বাজার এবং ফেরিঘাট এলাকায় বসেছে গ্রামীণ মেলা। বড় মাছ-মাংস, বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন মিষ্টির দোকান বসেছে এ মেলায়।

স্থানীয় আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ জানান, ঝামা গ্রামবাসীদের আয়োজনে এবারের মেলায় সাতটি বাইচ নৌকা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে গোপালগঞ্জের কাশিয়ানীর রেজাউল করিমের নৌকা, দ্বিতীয় নড়াইলের কামরুল ইসলামের নৌকা এবং তৃতীয় স্থান অধিকার করে কাশিয়ানির আব্দুর রাজ্জাকের নৌকা। বিজয়ীদেরকে নগদ অর্থ পুরস্কার দেয়া হয়।

মেলায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ভার্চুয়ালি বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, মোহাম্মদপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান।

নৌকা বাইচ প্রতিযোগিতা এবং গ্রামীণ মেলায় মধুমতি নদীর দুই পাড়ে মাগুরা, নড়াইল, ফরিদপুর, রাজবাড়ী, যশোর, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার সব বয়সী নারী পুরুষ উপস্থিত হয়েছে।

মন্তব্য করুন