মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে চাইনিজ কুড়াল সহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে সেনা সদস্যরা।
রোববার ভোর রাত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার মাধবপুর উপজেলার হরিতলা নামক স্থানে ডাকাতি করার প্রস্তুতিকালে মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে একটি টহল দল তাদের গ্রেপ্তার করে। তারা হল উপজেলার শিবজয় গ্রামের চান্দু মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (২৩) একই উপজেলার হরিতলা গ্রামের শফিক মিয়ার ছেলে শিমুল মিয়া (১৯)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, তাদের নামে মাধবপুর থানায় ডাকাতি এবং হত্যা চেষ্টা মামলা সহ একাধিক মামলা রয়েছে।