মোঃ রেজাউল করিম (লিটন) স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৮শে সেপ্টেম্বর (শনিবার) সকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম রুমে দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর থানা আমীর মাওলানা ইমরান হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম,বিশেষ মেহমান ছিলেন-জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ওমর ফারুক,জেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াতে ইসলামের যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা তছলিম উদ্দিন,উপজেলা উলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা নজরুল ইসলাম, ইসলামী সংগীত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট ফেরদৌস প্রমুখ । অনুষ্ঠানটির সঞ্চালনা করেন থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ আবুল বাসার মাস্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কুরআনের কথা বন্ধ করতে বিগত সরকার জামায়াতের উপর দীর্ঘ ১৬ বছর স্ট্রীম রোলার চালিয়েছে। শীর্ষ নেতাদের ফাঁসী দিয়ে কুরআনের কথা বন্ধ করতে চেয়েছিল।
কুরআন প্রেমিক জনগণ বিপ্লবের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিস্ট গণহত্যাকারীদের বিদায় করে দিয়েছে। তিনি সকল কর্মীদের কুরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।