শাহাদুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে বডি বিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে তিনজন বিজয়ীকে মিস্টার মানিকগঞ্জ হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় জেলা সমন্বিত ভবনের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
উদ্বোধনী বক্তব্য জেলা প্রশাসক বলেন, দক্ষ জাতি গঠনে তরুণদের ভূমিকা অপরিসীম। তরুণ সমাজকে দক্ষ মানব সম্পদের রূপান্তরিত করতে তাদের শারীরিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীব্যাপী ব্যাপী বডি বিল্ডিং সমাদৃত। আমরাও চেষ্টা করছি সারা জেলায় তরুণদের ভেতর এই বার্তা পৌঁছে দিতে।
এ সময় বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ডা. মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা প্রমুখ উপস্থিত ছিলেন।