৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ মারা গেছেন

সাবেক সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জেনারেল কে এম সফিউল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে, সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বীর উত্তম সফিউল্লাহ দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ১৯৭১ সালে তিনি ছিলেন জয়দেবপুরে দ্বিতীয় ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান। তার নেতৃত্বেই ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে। মুক্তিযুদ্ধের শুরুতে সফিউল্লাহ ছিলেন ৩ নম্বর সেক্টর কমান্ডার।

পরে, তিনটি নিয়মিত আর্মি ব্রিগেড গঠিত হলে ‘এস’ ফোর্সের নেতৃত্ব দেয়া হয়, সফিউল্লাহকে। দেশ স্বাধীন হওয়ার পর তিনি সেনাপ্রধানের দায়িত্ব নেন। সবশেষ ১৯৯৬ সালে, আওয়ামী লীগে যোগ দিয়ে নারায়ণগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

মন্তব্য করুন