৩রা ফেব্রুয়ারি, ২০২৫

মৃত্যুর প্রায় ৫ মাস পর পুনরায় দাফন করা হচ্ছে সাবেক হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহকে

মৃত্যুর প্রায় পাঁচ মাস পর পুনরায় দাফন করা হচ্ছে হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহকে। আগামী ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) তাকে যথাযোগ্য মর্যাদায় বিদায় জানাবে সশস্ত্র গোষ্ঠীটি।

পূর্ণাঙ্গ ধর্মীয় রীতি মেনে দাফন করা হবে তাকে। এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম।

লেবাননের দক্ষিণ বৈরুতে গেল বছরের ২৭ সেপ্টেম্বর ইসরায়েলি বোমা হামলায় প্রাণ হারান হাসান নাসরাল্লাহ। দেরিতে প্রকাশ হয় তার মৃত্যুর খবর। নিরাপত্তাজনিত কারণে তখন হিজবুল্লাহ প্রধানকে তাড়াহুড়ো করে দাফন করা হয়।

মন্তব্য করুন