২২শে ফেব্রুয়ারি, ২০২৫

রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা: শাহ্ আলী থানা বিএনপির কর্মশালা অনুষ্ঠিত

রাজধানীর মিরপুর-২-এর শাহ্ আলী থানা ঈদগাহ মাঠে আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে “রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোঃ ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, “বর্তমান সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই পারে জনগণের ন্যায়সঙ্গত অধিকার ফিরিয়ে দিতে।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক। তিনি বলেন, “দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, সুষ্ঠু নির্বাচন এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপির ৩১ দফা একটি সময়োপযোগী কর্মসূচি। জনগণের সম্পৃক্ততায় এই আন্দোলন সফল হবে।”

কর্মশালায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং ৩১ দফা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। নেতারা আশা প্রকাশ করেন, জনগণের ব্যাপক সম্পৃক্ততার মাধ্যমে বর্তমান দমনমূলক সরকারবিরোধী আন্দোলন আরও বেগবান হবে।

মন্তব্য করুন