৩রা ফেব্রুয়ারি, ২০২৫

শরীয়তপুরের ৩টি আসনে প্রার্থী ঘোষণা জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি আসনের প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে। আজ ২ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং শরীয়তপুর জেলা শাখার নায়েবে আমির কেএম মকবুল হোসাইন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফরিদপুর অঞ্চলের সব উপজেলা এবং পৌরসভার নেতাদের সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং ফরিদপুর অঞ্চলের পরিচালক, সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আযাদ আনুষ্ঠানিকভাবে শরীয়তপুর তিনটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ড. মোশাররফ হোসেন মাসুদ তালুকদার, শরীয়তপুর-২ (নড়িয়া ও সখিপুর) আসনে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল, এবং শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট) আসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন।

এই তিন প্রার্থীকে নির্বাচনী প্রচারণা শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের তাদের এলাকায় তৃণমূল সমর্থন বৃদ্ধির জন্য মাঠে নামানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রার্থী ঘোষণা করার পর শরীয়তপুরের জামায়াত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তারা প্রার্থীদের ছবি দিয়ে প্রচার শুরু করেছে।

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশ শূরা সদস্য কেএম মকবুল হোসাইন বলেন, আমাদের তিন প্রার্থীই অত্যন্ত যোগ্য এবং জনমানুষের কাছে জনপ্রিয়। তাদের জনপ্রিয়তা তৃণমূল পর্যায়ে অতিক্রম করেছে। আগামী নির্বাচনে শরীয়তপুরের জনগণ তাদের প্রিয় এবং যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবে।

মন্তব্য করুন