৮ই সেপ্টেম্বর, ২০২৫

শাহআলী থানার ওসি রফিককে বিদায় সংবর্ধনা, নবাগত ওসি গোলাম আযমের যোগদান

হেদায়েতুল ইসলাম নাসিম, সিনিয়র রিপোর্টার:

রাজধানীর মিরপুর শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (তারিখ উল্লেখযোগ্য) সন্ধ্যায় থানার সম্মেলন কক্ষে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আযমসহ থানার সকল অফিসার উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনায় বক্তারা ওসি রফিকের দায়িত্বকালীন সততা, কর্মনিষ্ঠা ও সাহসী ভূমিকার কথা স্মরণ করেন।

বিদায়ী ওসি রফিক বলেন, “শাহআলী থানায় আমার দায়িত্ব পালনকালে সকল অফিসার ও স্থানীয় জনগণের সহযোগিতা পেয়েছি। এই সহযোগিতার কারণেই দায়িত্ব পালন সহজ হয়েছে। শাহআলী থানার স্মৃতি আমার কর্মজীবনের এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

নবাগত ওসি গোলাম আযম তাঁর বক্তব্যে রফিক সাবেক ওসির সফল দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করব। জনসাধারণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখা হবে আমার প্রথম অঙ্গীকার।

অনুষ্ঠান শেষে বিদায়ী ওসিকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার দেওয়া হয়।

মন্তব্য করুন