৫ই ফেব্রুয়ারি, ২০২৫

সরকারের কমিটমেন্টের বারোটা বাজিয়ে দিয়েছে প্রশাসন ক্যাডারের একটি কাণ্ড

সুমন রহমান

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের বিরূদ্ধে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের হুমকি এবং কমিশন প্রধানের পদত্যাগ দাবি করার ঘটনাটি ন্যাক্কারজনক। সংস্কার কমিশন স্বাধীনভাবে তার পরামর্শ দিয়েছে। বাস্তবায়নের ভার সরকারের।

প্রশাসন ক্যাডার সরকারের কাছে তাদের যুক্তি পেশ করতে পারে। কমিশনের কাজে বাগড়া দিতে পারে না।

তারা বড়জোর কমিশনের সিদ্ধান্ত নিয়ে মতামত দিতে পারে। প্রতিবেদনের ব্যাপারে পদ্ধতিগত পর্যবেক্ষণ জানাতে পারে। কিন্তু তাদের যোগাযোগের অপরপক্ষ কোনভাবেই সংস্কার কমিশন নয়, বরং সরকার। ফলে, সংস্কার কমিশনের বিরূদ্ধে তাদের এই আস্ফালন শুধুই ন্যাক্কারজনক নয়, মুর্খামিও।

এদের এই প্রতিক্রিয়া অন্যান্য সংস্কার কমিশনকে ভীত করবে। কেউ এখন আর জনতুষ্টির বিপরীতে যাওয়ার ঝুঁকি নিতে চাইবে না। সংস্কার নিয়ে এই বিপ্লবী সরকারের যে কমিটমেন্ট ছিল, তার বারোটা বাজিয়ে দিয়েছে প্রশাসন ক্যাডারের আমলাদের এই কাণ্ড।

লেখক: ইউল্যাবের অধ্যাপক ও কথাসাহিত্যিক

মন্তব্য করুন