৫ই ফেব্রুয়ারি, ২০২৫

সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে যুব ও ক্রীড়া উপদেষ্টা, ডিসি, এসপি’র মতবিনিময়

শেখ ইশতিয়াক মাহমুদ শাওন:

১২ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে সাতক্ষীরা সার্কিট হাউজে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উক্ত মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ, জেলা প্রশাসক, সাতক্ষীরা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মন্তব্য করুন