শেখ ইস্তিয়াক মাহমুদ শাওন, সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, তারেক ফয়সাল ইবনে আজিজ এর নেতৃত্বে সাতক্ষীরা জেলার দেবহাটা থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
৪ঠা সেপ্টেম্বর ৬ টা ৫০ মিনিটে এসআই(নিঃ)/রুবেল আহমেদ, এএসআই (নিঃ) /বিএম তৌহিদুজ্জামান, এএসআই(নিঃ)/ শেখ জামাল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় “সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের সামনে সাতক্ষীরা টু কালিগঞ্জ গামী রাস্তার উপর হতে আসামী ১। মোঃ তারেক হোসেন(২৭), পিতা-সুকুমার বিশ্বাস, সাং-ঘলঘলিয়া, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরার দখল হেফাজত হতে ৫০ (পঞ্চাশ) বোতল অবৈধ ফেন্সিডিল উদ্ধার ও গ্রেফতার করে।
এ ব্যাপারে দেবহাটা থানার মামলা নং-০১ , তারিখ- ০৫/১০/২০২৪ খ্রিঃ,২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারা- ৩৬(১) এর ১৪(খ)/৪১ এর একটি নিয়মিত মামলা রুজু হয়।