মোঃ কামরুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ২৩ লাখ টাকার হীরার নাকফুল আটক করেছে বিজিবি। সোমবার দিবাগত রাতে ভোমরার শ্রীরামপুর ব্রিজ এলাকা থেকে হীরার নাকফুল গুলো উদ্ধার করা হয়।
তবে, কোনো চোরাচালানিকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি। মঙ্গলবার (১৫ এপ্রিল ) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে সাতক্ষীরা -৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক।
জানান, স্থলবন্দরের শ্রীরামপুর ব্রিজ এলাকা দিয়ে হীরার গহনা নিয়ে ভারত থেকে একদল চোরাকারবারী বাংলাদেশে আসবে এমন খবর পেয়ে ভোমরা ক্যাম্পের সুবেদার আবুল কালামের নেতৃত্বে একটি টিম সেখানে অবস্থান নেয়। ওই সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি দেখে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।পরে ফেলে যাওয়া প্যাকেট তল্লাসি করে ৯০টি হীরার নাকফুল উদ্ধার করা হয়।