৩রা ফেব্রুয়ারি, ২০২৫

৪৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার যুবক

চট্টগ্রামে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের শীলকূপ টাইম বাজারের কবির স্টোরের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুস সাত্তার। তিনি শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালু চেরাপাড়ার মৃত বজল আহমেদের ছেলে।

জেলা ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে ৪৭ রাউন্ড গুলিসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন