জন্মদাতা মা–বাবাকে খুঁজে ফেরা নারী বাবাকে পেলেন ফেসবুকের বন্ধুতালিকায়
বড় একটি শ্বাস টেনে ফোনটা করলেন তমুনা মুসেরিদজে। তাঁকে হয়তো দত্তক নেওয়া হয়েছিল—এ কথা জানতে পারার পর থেকেই এই ফোনালাপের স্বপ্ন লালন করছিলেন তিনি। ফোনটা তিনি করেছিলেন সেই নারীকে, যিনি তাঁর জন্মদাতা মা বলে তাঁর বিশ্বাস জন্মেছিল। এই ফোনালাপ হয়তো তাঁকে রূপকথার মতো কোনো পুনর্মিলনী এনে দেবে না, তা তিনি জানতেন। তবে অন্য তরফের প্রতিক্রিয়া…