৫ই ফেব্রুয়ারি, ২০২৫

অভিযান চালিয়ে আব্দুর রহিমকে গ্রেপ্তার করল সেনাবাহিনী

চুয়াডাঙ্গার আলোচিত সন্ত্রাসী মো. আব্দুর রহিমকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

রোববার (২৯ ডিসেম্বর) সেনাবাহিনীর চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১টি চাইনিজ কুড়াল, ১টি হাইসু দা, ১০ গ্রাম গাঁজাসহ জীবননগরের কাটপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, রহিমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও হয়রানিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুর রহিমকে আইনি কার্যক্রম সম্পন্নের জন্য জীবননগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. আব্দুর রহিম জীবননগর থানায় বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির ত্রাস হিসেবে পরিচিত ছিলেন।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের এ্যাডজুটেন্ট মেজর মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, আব্দুর রহিমকে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন